কখন যে ভোর হয়ে রাঙা আকাশ
শীতের শিশিরবিন্দু মুখে দূর্বাঘাস
এবড়া-থেবড়া আইলে সারি সারি মুক্তোদানায়
ঘাস ফড়িং এর উড়াউড়ি
স্নেহবঞ্চিত বেওয়ারিশ বিড়াল ছানার চোখে
বিস্ময় পৃথিবীর খোলা জানালা।


আলোর রকমারি রঙ মাকড়শার জালে
দোল খায় প্রত্যাশায়
সেয়ানে সেয়ানে স্নায়ু যুদ্ধের যত আয়োজন
মিসাইল আক্রমনে পর্যুদস্ত হয়ে
বন্দীশালায় গনিমতের মাল আত্মসাতে
আঁটখানায় শুভ সকাল।


উচ্ছিস্টভোগী পিপীলিকার দল পাহাড় ডিঙে
অবাঞ্চিত মেহমান
রাজভোগ সমাপণে মুখে নিয়ে ভাঙা ঠ্যাং,মাথার খুলি
পাখার কিয়দাংশ প্রফুল্ল বদনে
অন্ধকার গুহাভ্যন্তরে নাতি-পুতি
এবং মাটি খুড়ে আগ্রাসী পরধনলোভী শীতল প্রাণীর
জীবিকার সন্ধান।


জীবাষ্ম খেয়ে বেড়ে ওঠা জীবনের জৌলুশ
অভিলাষী উল্লাস
স্বার্থান্বেষী উচ্ছ্বাসায় স্পৃহার আস্ফালন
জীবনের নামান্তরে আকাঙ্ক্ষার প্রয়াস।