ভোটের পালে লাগছে হাওয়া
শহর বন্দর গাঁয়ে
সালাম আদাব হাট-বাজারে
উঠছে ধোঁয়া চা-য়ে।


থাকেন তিনি ঢাকা শহর
বিরাট বড় লোক
অট্টালিকা অঢেল টাকা
সুখের পরে সুখ।


শান্তি তবু নেই যে মনে
চাই ক্ষমতা তার
এই জ্বালাতে জ্বলে পুড়ে
অন্তরটা ছারখার।


হঠাৎ করে সাহবে এলেন
শহর ঢাকা ছাড়ি
মেয়র হতে খায়েশ করে
হাঁটেন বাড়ি বাড়ি।