ঋতুর রীতি উজান-ভাটি
বৈশাখ থেকে চৈত্র
গ্রীষ্ম আসে উদোম গায়ে
শীতে লাগায় মৈত্র।


শীতের শিশু শিশির ফোটা
হাঁটছে পায়ে পায়ে
শহর ছেড়ে প্রতাপ দেখায়
অঁজোপাড়া গাঁয়ে।


আস্তানা তার পাহাড় চুড়ায়
হিমালয়ের দেশে
বরফ জলে সাঁতার কাটে
নাচে হাওয়ায় ভেসে।


লাগলে গায়ে মৃদু কাঁপন
ধরে সর্দি কাঁশি
শীতের বুড়ি বাংলাদেশে
করছে আসি আসি।