পৃথিবীকে ঘুম পাড়িয়ে চাঁদের উড়ালে বসে
সূর্য আঁকে নকশীকাঁথা
জোসনো সুতোয় রঙ মাখে আকাশের চাঁদ।
বালখিল্যতায় মেতে চুমু খায়-
তারার সাথে জোনাকী পোকা
খাদ্য অন্বেষণে প্যাঁচা,বাদুড়ের দৌড় ঝাঁপ
গাছে থেকে গাছে বাড়ির আঙিনায়।


দ্বিপ্রহরে এলে ডেকে যায় নিম পাখি
সবাই জানে-
রাত পোহাবার আর কত বাকি।
একে একে সব ঘরে ফিরে-
জোসনা,রূপালি চাঁদ,জোনাকী
শুধু যাওয়া হয়না কোথাও আমার
নির্জন,খোলা বাতায়ন,প্রতীক্ষাই
জীবনের আহাম্মকী।