কেমন আছো বাংলাদেশ?
সবুজের বুকে লাল সূর্য, কলমিলতার ফুল
রাতের স্তব্ধতা ভেঙে পরিযায়ীর আকাশ ভাঙা কিচিরমিচির
ষোল ডিসেম্বরের বাঁধভাঙা উল্লাস
অস্ত্র হাতে দলেদলে বাড়ি ফেরা দুরন্ত যৌবন
ফুলবাণুর সাক্ষী নির্যাতন
প্রাণ বাজিধরা তোমার সূর্য সন্তান।


আমরা মৃত ত্রিশ লক্ষ
তুমি শ্রদ্ধাভরে নাম দিয়েছো-শহীদ
নামের তকমায় কি আসে যায়?
ছোঁয়ে দেখো তোমার পতাকা
আমরা শহীদ নই। আমরা তোমার ঐ লাল সূর্য।
আমাদের যা বলার ছিল
তা বলছে কি বাংলাদেশ?


আমরা তোমার ন’মাসের নাড়িছেঁড়া ধন
আমরা তোমার আত্মার জাগরণ
আমাদের ভাবনা আজ অচল
তবু-
বড্ড জানতে ইচ্ছে করে
কেমন আছো- বাংলাদেশ তুমি?