নেই বাড়িঘর,নেই আবাসন,
নেই আমার ঠিকানা
মাতাল বলো,পাগল বলো,ভবঘুরে বলোনা।


একদিন আমার বাড়ি ছিল
যেইখানে মোর নিবাস ছিল
পথ হারায়ে ঘুরছি পথে
হইয়া দিওয়ানা।
মাতাল বলো,পাগল বলো,ভবঘুরে বলোনা।


যাকে শুধাই সেই ঠিকানা
সেই-ই বলে তার অজানা
হাজার গলী শত মতে
মেলেনা নিশানা।
মাতাল বলো,পাগল বলো,ভবঘুরে বলোনা।


বালুচর কয় শোন মুসাফির
করেনে তোর পথের ফিকির
করতে ছুটে আসছে দূতে
তামিলে পরওয়ানা।
মাতাল বলো,পাগল বলো,ভবঘুরে বলোনা।


নেই বাড়িঘর,নেই আবাসন,
নেই আমার ঠিকানা
মাতাল বলো,পাগল বলো,ভবঘুরে বলোনা।