মনের দামে দেহ কিনে
হইলিরে দেউলিয়া
কেমনে এই মুখ দেখাবে
মহাজনকে গিয়া।


দেহ যে তোর মাটির বাসন
মাটিই তোরে করবে শাসন
না বুঝে তুই কিনলি মাটি
হীরা-জহরত দিয়া।
কেমনে এই মুখ দেখাবে
মহাজনকে গিয়া।


চোখ মেলে দেখ কামারবাড়ি
হেথায় সেথায় ভাংগা হাঁড়ি
ফেলনা মত রইবি পড়ি
কেউ যাবেনা নিয়া।
কেমনে এই মুখ দেখাবে
মহাজনকে গিয়া।


মন সওদা চায় বালুচরে
দেহের কী দাম চরাচরে
ভাংগা হাঁড়ি লয়না জোড়া
দেখে সে ভাবিয়া।
কেমনে এই মুখ দেখাবে
মহাজনকে গিয়া।