তোমায়-
দেখতে পাইনা ধরতে পাইনা পাইনারে খুঁজাইয়া
দেহের ভেতর আসন পেতে রইয়াছো লুকাইয়া।


তোমার
আকার ধরন নাইরে চিহ্ন
দাও ধরা তাই ভিন্ন ভিন্ন
রূপের মাঝে রূপের মোহ
কে দেবে বুঝাইয়া।
দেহের ভেতর আসন পেতে রইয়াছো লুকাইয়া।


তোমায়-
পাইনা খুঁজে মন-মাজারে
সওদা করি হাট-বাজারে
অন্ধকারে দেখাও জ্যোতি
আলোয় যাও হারাইয়া।
দেহের ভেতর আসন পেতে রইয়াছো লুকাইয়া।


আমার-
এই দেহতে তোমার বাসা
না দেখে কি মেটে আশা
বালুচরের দিন-রজনী
যায় শুধু তাকাইয়া।
দেহের ভেতর আসন পেতে রইয়াছো লুকাইয়া।
দেখতে পাইনা ধরতে পাইনা পাইনারে খুঁজাইয়া।