ফুল ফুটেছে বনে বনে
কোকিল ডাকে ক্ষণে ক্ষণে
কণ্ঠে মধুর সুর
মাতাল হাওয়া পরিবেশে
মন ছুটে যায় দূর।


জুঁই-চামেলি ফুলের বোটায়
প্রজাপতি এসে লুটায়
পাখনা মাখা রঙ
পলাশ শিমূল কৃষ্ণচুড়ায়
পাখ-পাখালির ঢং।


গাছ-গাছালির উদ্দীপনা
পাখ-পাখালির উন্মাদনা
বাসা বাঁধার ধুম
বসন্ত দেয় নতুন জীবন
পালায় চোখের ঘুম।