দেহের ভেতর মানিক জ্বলে
বাইরে গুপ্তচর
মাটির দেহে প্রাণ দিয়াছে
আমার কারিগর।


ছয় দরজা তিন জানালা
পায়ে দিছে ভর
তেল-মবিলে জোড়া দিয়া
বানাইয়াছে ধড়।
মাটির দেহে প্রাণ দিয়াছে
আমার কারিগর।


বাইনারি মেথডের খেলা
শুন্য একেশ্বর
এক পড়িলে নড়ে উঠে
মানব মনিটর।
মাটির দেহে প্রাণ দিয়াছে
আমার কারিগর।


প্রোগ্রামিং তার চিরস্থায়ী
শোনরে বালুচর
ভাইরাসে ধরিবে একদিন
হবেনা নড়চড়।
মাটির দেহে প্রাণ দিয়াছে
আমার কারিগর।