পদাবলীর গালিচায়
শব্দ ফুলের অট্টালিকা
ভাষা কখনো হয়ে ওঠে স্বাধীনতা।


উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা
বর্জ্রকণ্ঠে প্রতিধ্বনি-
মানিনা, মানবোনা।


দেশীয় মুসলিম লিগার খাজা নাজিমুদ্দিন
সব ডাকসাইটে নেতার
কণ্ঠে উচ্চারিত বাংলা কিছুনা
যেমন বক্তব্য মুহাম্মদ আলী জিন্নাহর।


ভাষা যখন স্বাধিনতা
মানবোনা পরাভব, মানবোনা অধীনতা।
জন সমদ্রের স্রোতে
টাল-মাটাল পাকিস্তান
ভাষাই অস্ত্র, ভাষার স্রোতে ঐক্য খানখান।
ভাষার শক্তি, ভাষার শৌর্যে
মরণাস্ত্র, রক্ত- হয়ে গেল ম্লান
ভাষায় জাতি, ভাসায় দম্ভ-
দেখলো বিশ্ব, পেলো পরিত্রাণ।


নেতার ঐক্যে মাতিলো বাংলা
নবযুগের উত্তাণ
একটি মানচিত্র, একটি ভুখণ্ড
এক হার না মানা ভাষার স্বার্থক অভ্যুত্থান।