বামুন চণ্ডাল কেউ দেখিনা
দুই মাথা তিন-হাত ধরে
সেই মানুষে মানুষ আবার
মানুষ মাঝে ভাগ করে।


সাদা কালো বাইরে দেখি
ভেতরে সব লাল
ভিন্ন পথে যায় কি কেহ
ফুরাইলে তার কাল।


অসুখ বিসুখ নেই ব্যবধান
রোগ-ব্যাধিতে সব মরে
শাসন-শোষণ মন্ত্র বিধান
তবু মানুষ যায় গড়ে।


সেই মানুষে মানুষ আবার
মানুষ মাঝে ভাগ করে।