এই সেই কালরাত
দমন নীতির বিভীষিকায় স্তব্ধ মানবতা
ছলনার চোরাবালিতে আটকে সাড়ে সাত কোটি প্রাণ
পথের দিশারী শুধু দীপ্ত সাহসিকতা।


সে এক হার না মানা যুদ্ধের কথা বলছি
অসম যুদ্ধ। অস্ত্র তুচ্ছ
সমুদ্র গর্জনে জেগে উঠা এক বীর জাতির গল্প।
তথাকথিত সভ্যতা- বাঘ্র হিংস্রতায়
মানবতার আর্ত চিৎকার।


পৈশাচিক উন্মাদনায় অসুর নৃত্যে
মানুষরূপী হায়েনার দল
মায়ের স্বপ্ন, কথা বলার স্বপ্ন-
থাকবেনা আর জগদ্দল।
আর কত মার খাওয়া, ধর্মের খোলসে বন্দী স্বাধীনতা?


রক্তের প্লাবন
এখানে-ওখানে লাশের সারি
মাতৃহারা অবুঝ শিশুর কান্না
নেতার আশংকা সত্যি।নেতা তুমি ধন্যি-
মাধ্যাকর্ষণ স্ফুলিঙ “জয়বাংলা”।


সেই হার না মানা যুদ্ধ
সেই “জয়বাংলা”
সেই তেইশ ধাপের সিঁড়ি ভেঙে
সবুজ জমীনে লাল পেঁড়ে শাড়ি
তুমি স্বাধীনতা।