যখন তুমি যাওগো অনেক
আমা থেকে দূরে
দুঃখ এসে তবলা বাজায়
নাচে ঘোরে ঘোরে।


সুখ হয়ে যায় পরবাসী
যায়না তারে ছোঁয়া
নাকের ডগায় খেলা করে
চিমনি চুলার ধোঁয়া।


আকাশ কুসুম স্বপ্ন আঁকি
ভরবে বাগান ফুলে
দিনের শেষে পাই দেখিতে
চড়ছি আমি শূলে।


সেই তুমি আজ নেই তুমি সেই
স্বপ্ন নদীর তীরে
ফেরার জীবন কাটে আমার
অলস আপন নীড়ে।