জ্বালানীর দাম কমার সাথে
বাস ভাড়া কি কমবে
নাহলে বাস, যাত্রী মালিক
কী যে খেলা জমবে।


জনস্বার্থে সরকার যদি
এমনটি যায় করে
জনগণের ফায়দাটা ভাই
রাখতে হবে ধরে।


হ্রাসকৃত দাম জ্বালানী ছাড়
দেয়ার আগে ভাববে
সাশ্রয়ে লাভ হচ্ছেটা কার
সামনে ধরে রাখবে।


অন্যথায় যে দেশ জনতায়
সেই তিমিরে থাকবে
কন্ট্রাকটার আর যাত্রী মাঝে
ঝগড়া রোজই লাগবে।