তমসাবৃত পিচ্ছিল পথে শব্দের তরবারী
কখনো পিচঢালা মসৃনঃ
সততই চিৎকার আহাজারী।
সতত ঠেকাতে তীর ধনুকের গায়ে
বুমেরাং হয়ে ফিরে আসে। বিঁধে আপনার পায়ে।


বেদনা বিধুর কান্নার ধ্বনি বিজলীর চিৎকার
সতত মিথ্যেঃ মিছে অহংকার।
শৃংখলে বাঁধা ধরিত্রী জাগে তুলে ঝংকার
বিরুদ্ধ স্রোতে সুকঠিন পারাপার।


দীধিতি দিঙমূঢ করি অবহেলা
বিনমন ব্যত্যয়ে প্রাণসংহারী খেলা।
জেতার চেষ্টা বৃথা-এই ভূবনে
একবার জেতা হয়ে গেছে মাতৃজঠরে-
আঁধারে সন্তর্পণে।