কিছু মেঘ আচ্ছন্ন আকাশ
সেই ছিল প্রথমা।এখন সপ্তমী
ক’দিন পরেই পূর্ণিমা।


সেদিনও ছিল মেঘলা আকাশ
বাতাসের শনশন
বয়োসন্ধিকাল পেরিয়ে যেন-
এলাকা দখলে সিংহশাবকের গর্জন।
কিছু সময় কিছু রাত ছিল
শুধু তোমার-আমার।
এলোকেশে দুলিয়ে বেণী যখন-
ছুটে যেতে একাকীনি
সময় থমকে যেতো-বাতাসও ছুটতোনা পিছু।


ফসলের মাঠ, আঁকা-বাঁকা পথ
হেমন্তের স্থিরজলা নদী। পার হতে হাঁটুজল
শালিকের গান,
মাছরাঙার শ্যেনদৃষ্টি জলের গভীরে
কালের গহ্বরে পড়ে থাকে অবজ্ঞায়ঃ আদরে?


সেই মেঘলা আকাশ
সেই বৌশাখি ঝড়।শতাব্দীর তন্ময়
কিছু কথা,কিছু স্মৃতি তবু সততই জেগে রয়।