রোজাদারের জৌলুশে
যাক মুছে সব কলুষে
প্রাণ খুলে চল গাইরে সবে
খোদার গুণগান।
ওরে, প্রাণ খুলে চল গাইরে সবে খোদার গুণগান।


সংযমে  আর সীয়ামে
তসবি পড়ি তার নামে
ঈদ খুশিতে যাকরে ভরে
সকল মনপ্রাণ।
ওরে, প্রাণ খুলে চল গাইরে সবে খোদার গুণগান।


বদলা দিছে আল্লাহ পাক
ঝরছেরে দেখ মধুর চাক
উৎসবে আজ উঠছে মেতে
বিশ্ব মুসলমান।
ওরে, প্রাণ খুলে চল গাইরে সবে খোদার গুণগান।


সকল দুয়ার খোলা আজি
নেই ব্যবধান সবাই গাজী
বেহেস্তী সুখ উপচে পড়ে
ঈদগাহের ময়দান।
ওরে, প্রাণ খুলে চল গাইরে সবে খোদার গুণগান।