রমজানেরই আরেক বরকত
লাইলাতুল ক্বদর
খোদাতালার অশেষ রহমত
পূণ্যের এই নহর।


হাজার রাতের শ্রেষ্ঠ রাতি
শোন ওরে ঐ মানবজাতি
এই রাতেরই ইবাদতে
গোনাহ মাফি কর।
রমজানেরই আরেক বরকত
লাইলাতুল ক্বদর।


আল্লাহ মালিক ডাকে বান্দা
তার কাছে কর সকল ধান্ধা
সে ছাড়া আর কোথায় আছে
এই জীবনের ভর।
রমজানেরই আরেক বরকত
লাইলাতুল ক্বদর।


তসবি পড়ি খোদার শানে
লাশরিক নাম রাখি ধ্যানে
কদর রাতের ফজিলতে
ঘুচুক মনের ডর।
রমজানেরই আরেক বরকত
লাইলাতুল ক্বদর।