ফের এলো এই ধুলির ধরায়
ঈদের খুশি আজ
চোখ মেলে দেখ আসমানে ঐ
চাঁদের নতুন সাজ।


উঠছে ধরায় খুশীর জোয়ার
পড়ছে লুটে খোশবু ফোয়ার
ধনী-গরীব একসারিতে
নেই ভেদাভেদ লাজ।
চোখ মেলে দেখ আসমানে ঐ
চাঁদের নতুন সাজ।


আনন্দের এই জলসাতে তোর
শোকরানা কর খোদারই ‘পর
শোনরে মুমিন পররে মাথায়
খোদার দেওয়া তাজ।
চোখ মেলে দেখ আসমানে ঐ
চাঁদের নতুন সাজ।


এক মাহিনার সিয়াম পরে
খোদার রহমত  পড়ছে ঝরে
এই খুশী তোর পাওনা রোজার
আনন্দে নেই ভাঁজ।
চোখ মেলে দেখ আসমানে ঐ
চাঁদের নতুন সাজ।


ফের এলো এই ধুলির ধরায়
ঈদের খুশি আজ