বেসামাল আজ মূল্যবোধ আর অবক্ষয়
প্রতিদিন যার বিস্তার যুদ্ধাংদেহী দূর্জয়।
পারিবারিক বন্ধন-আস্তা, নিরুদ্দেশ
রাষ্ট্র-সমাজপতি তবু রয় ভাবলেশ।
সৌহার্দের বদলা স্নায়ুযুদ্ধ__সারাক্ষণ
কোনঠাঁসা আজ পরিবার-পরিজন।


উপেক্ষিত নৈতিক শিক্ষা ভবিষ্যতের ভিত্তি
বিভ্রান্ত প্রজন্ম তাই গড়ছে বিভৎস কীর্তি।
অমানিশা অন্ধকার ঠেঁসে চালকের আসন
বৃথা,অকর্মণ্য তাই থিওরি এবং ভাষণ।
অপব্যাখার বিস্তৃতি করছে সমাজ সংক্রামণ
কোনঠাঁসা তাই পরিবার-পরিজন।


সম্পর্কের ছেঁড়া জালে আটকে হাহাকার
বিবেকের দংশন স্তুপিকৃত তিরস্কার।
মানবিকতা পর্যুদস্ত বিপন্ন
আর কবে জাগবে সমাজ-জাতির চৈতন্য?
প্রশান্তি আসুক, হোক নৈরাজ্যের সমাপন
আর কত কোনঠাঁসা পরিবার-পরিজন।