ভূত আছে আর ভূত নেই বলে
নিতুই চলে দ্বন্ধ
তবু কখন ভূত চেপে রয়
কখন কারো স্কন্ধ।


তাবিজ কবজ মন্ত্র-তন্ত্রে
বিশ্বাসী খায় মার
ভূতের ভয়ে কেউবা দেখি
তাবিজ করে ধার।


ঝাড় ফুঁকে যায় ভূতের আঁছড়
তাবিজ মরে জলে
বিশ্বাসে অবিশ্বাস এলে
জীবন রসাতলে।


ভূত তাবিজ আর ঝাড় ফুঁকে যে
আস্থা রাখে ধরে
অশান্তিরই দাবানলে
নিজেই পুড়ে মরে।