ঝড় তুফানে নাও ডুবিলে
কে টানিবে দড়ি
মনমাঝি তুই কোন সাগরে
ভাসাইলে তরী।


সাগরের নেই দিক-নিশানা
সামনা-পিছু সব অজানারে
অথৈ জলে নাও ডুবিলে
রইবি সেথায় পড়ি।
মনমাঝি তুই কোন সাগরে
ভাসাইলে তরী।


পথ হারালে দূর সাগরে
পাবিনারে তীর-কিনারে
সেই বিপদে কে আছেরে
আঁকড়ে রাখে ধরি।
মনমাঝি তুই কোন সাগরে
ভাসাইলে তরী।


উথাল-পাতাল সাগর জলে
ডাকিস মাঝি আল্লাহ বলে
বালুচর কয় ও মাঝি তুই
উঠরে নড়িচড়ি।
মনমাঝি তুই কোন সাগরে
ভাসাইলে তরী।