যেই বাড়িটা আমার ভাবি
সেই বাড়িটা আমার নয়
আপন ঘরের অন্য মালিক
দুঃখ কেমনে সয়।


নিজের ভেবে যেই বাড়িকে
সাজাই মনের মত
দাদন বাকীর দায়ে মালিক
বকে আমায় তত।
মহাজনের দেনায় আমার
হইলোনা সঞ্চয়।
আপন ঘরের অন্য মালিক
দুঃখ কেমনে সয়।


জানতো যদি এই বালুচর
বাড়বে মনে ক্লেশ
উঠতোনা সে সেই বাড়িতে
আসতোনা পরদেশ।
হইলোনা তার ঋণ পরিশোধ
তাইতো মনে ভয়।
আপন ঘরের অন্য মালিক
দুঃখ কেমনে সয়।