নিঝুম নিশিথে আধমরা ঘুমে
বিছানায় এপাশ-ওপাশ
ধৈর্যের প্রহরী বলে এত কি ভাবিস ছাইপাশ।
তারায় মিতালী পেতে
দূর থেকে ডাকে আয় কাছে আয়
চন্দ্রালোকে হারাবো দু’জন
এই ভর জোছনায়।


শ্রান্তির তরে লোভাতুর হয়ে
যেই চোখ মেলে চাই
চেতন জাগিলে, নিশিথ দাঁড়ালে দেখি-
ওমা এ কি! তুমি নাই।


এইভাবে আর কত দেবে ফাঁকি
রেখে মম শুন্য খেলাঘর
ভেবে দেখেছো কি কভূ তুমি ছাড়া মোর
কোথা আছে আর এত ভর?


আশাহত দেখে তারকারা বলে
মেলে দেখ দু’খানা আঁখি
কোটি বছরেও কি আমি জোছনার হাতে
পরাতে পেরেছি রাখি?
প্রেম-মায়া মিছে মরীচিকা অলীক অপ্সরী
পরাজিত রাজপুত
বাড়াবে, মাড়াবে, থামিবে যেদিন
অহমীকার স্রোত।