স্বপ্ন ভাঙে,দূরত্ব বাড়ে।পড়ে থাকে সোনাবীজ
লেগে থাকে অস্পৃশ্য ছায়া
ডানে-বায়েঃ
কল্পনার বেরিকেট ভেঙে মলয় সাগরে সময়ের নিয়মানুবর্তিতায়।
অনুভূতিহীন কাটা-ছেঁড়ার অর্থ নেই
লাশকাটা ঘরে। তবুও স্বপ্নের ব্যবচ্ছেদ
আপোষহীন জীবনে অহমিকার বরমাল্য গলে।


মাস্তুলভাঙা পালে ঝিরঝির হাওয়া অথবা দমকার
কোন মানে নেই।পেশীশক্তি আর
অদম্য মানসিকতা শেষ সম্বল।
তীরের মৃদু মৃদু আলো স্পষ্ট দেখতে পায়না নাবিক
মাঝি-মাল্লাও বেশ অভিজ্ঞ জীবনযুদ্ধে।
শুধু সওদা করে
বেহিসেবী সওদাগর অপরিনামদর্শীতায়।


সূর্যের তেজ প্রখর হয়। ডানামেলা গাঙচিল ছুটে
শ্রান্তির খুঁজে
সন্ধ্যা নামে,রাত্রি গভীর হ্য়। শুধু-পড়ে থাকে
নোনাজল বারিষ
অহমবোধ-অহমীকার জগদ্দল পাথর চিত্তজুড়ে
অবাঞ্চিত স্বপ্নসঙ্গমে।