ডাকি আমি দয়াল তোমায়
দাওনা দেখা মোরে
পর ভাবিয়া আর কতকাল
রাখবে ঠেলে দূরে।


না চিনিলাম আমার আমি
না চিনিলাম তোমায় স্বামী
বান্দতে তবু চাই আমারে
তোমার প্রেমডুরে।
পর ভাবিয়া আর কতকাল
রাখবে ঠেলে দূরে।


বৃথা কাজে দিন কাটাইলাম
লাভের হিসাব না করিলাম
দিন গেল রজনী গেল
স্বপ্ন ঘুমের ঘোরে।
পর ভাবিয়া আর কতকাল
রাখবে ঠেলে দূরে।


পথ হারানো নদী যেমনরে
তুমি ছাড়া জীবন তেমনরে
দয়াল খুঁজে বালুচরে
হইয়া ভবঘুরে।
পর ভাবিয়া আর কতকাল
রাখবে ঠেলে দূরে।