আবার যখন আসবে শরৎ
ফোটবে গাছে ফুল
শিউলী ঝরা সেই প্রভাতে
আর করোনা ভুল।


দেখবে চেয়ে চোখ ফিরায়ে
মালা হাতে কেউ দাঁড়ায়ে
শিশিরপ্রাতে হাওয়ায় উড়ে
কাজল বরণ চুল।
আবার যখন আসবে শরৎ
ফোটবে গাছে ফুল।


চিনতে যদি ভুল না করো
দু’হাত দিয়ে জড়িয়ে ধরো
এই আমি সেই আমি আছি
তোমারই বিলকুল।
আবার যখন আসবে শরৎ
ফোটবে গাছে ফুল।