ইচ্ছে পাখির মস্ত ডানায়
বাসা বাঁধে ইঁদুর ছানায়।
উড়ছে পাখি উড়ছে
ইঁদুর ছানায় ঘুরছে।
থামতে ভুলে গিয়ে পাখি
অনল জ্বালায় পুড়ছে।


ইচ্ছে পাখি আস্তো বোকা
উড়ে উড়ে খাচ্ছে ধোঁকা
বিবেক যদি থাকতো
উপর থেকে নামতো।
বুঝতো তবে মিছে উড়া
তখন পাখি থামতো।


ইচ্ছে পাখি ধরতে হরিণ
মনে ভাবে নিজে ফড়িন(ফড়িং)
আগুন নিয়ে খেলছে
কাষ্ঠ চুলোয় ঠেলছে।
মিথ্যেরে সে মহান ভেবে
সত্য ছুঁড়ে ফেলছে।


ইচ্ছে পাখি থামরে বাবা
দেখাস কত নিঠুর থাবা
আয়রে এবার হুঁশমে
চলবি কত জোশমে।
কে পেরেছে এক জীবনে
রাখছে তোরে খোশমে।