আসলে ভবে হতে তুমি আমার প্রাণাধিক
অভিমানে গেলে চলে রেখে এক ঝিলিক।
ষোলতে পা রাখতে তুমি এলে দুনিয়ায়
দেখতোনা কেউ তখন আমায় এমন করুণায়।


ফোটার আগে যে ফুল ঝরে তার কি অবদান
তবু তুমি বলে গেলে রই যেন সাবধান।
পঙ্কিলে ভর পৃথিবীতে বাঁকে বাঁকে খাদ
লোভ-লালসা অমর হওয়া সে যে নিচক ফাঁদ।


দেখতে যেমন চাওনি তুমি এই পৃথিবীর মুখ
আলোয় এসে ঘৃণা ভরে খুললেনা তাই চোখ।
খাঁ খাঁ করা এই বুকেতে বাজে করুণ বীণ
সেই তুমি যে আমার তুমি মোদের সাবেরিন।