( আল-কোরআনের সুরাঃ আর-রাহমানের ভাবার্থের আলোকে এই কবিতা}


মহামহীম সৃষ্টিকর্তার বাণী আর বিধান
(তোমরা) কোন নিয়ামত অস্বীকার করবে
হে জ্বীন এবং ইনসান?
এই সুশোভিত পৃথিবী,চন্দ্র-সুর্য কিংবা সমুদ্রবেষ্টিত জলরাশি
বৃক্ষাদি শস্য কিংবা ফলমূল
আসমান জমি্নে যা দেখছো-
কিছুই নয় অবিনাশী।
বুঝো, কে দেয় শুষ্ক ভূমিতে এত প্রাণ
(তোমরা) কোন নিয়ামত অস্বীকার করবে
হে জ্বীন এবং ইনসান?
কদর্য নাপাক পানি থেকে তোদের স্পন্দন
এই সুশীতল ছায়া, সুমিষ্ট পানি
এই মরুতে কে ফোটায় জীবনের জয়গান ?
তবু কিভাবে অস্বীকার করো,--তার অবদান ?
(তোমরা) কোন নিয়ামত অস্বীকার করবে
হে জ্বীন এবং ইনসান?
বলো, কে সৃজিছে প্রথমে তোদের
দিয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য তোদের অবকাশ
কে ঘটাবে মৃত্যু আবার এবং ফের পূণঃরুত্থান
(তোমরা) কোন নিয়ামত অস্বীকার করবে
হে জ্বীন এবং ইনসান?