থাকতে বেঁচে মা প্রায়শঃ বলতো খোকা আয়
খুব দরকারি কথা আমার বলতে মনে চায়।
মায়ের ডাকে জরুর ভেবে বাড়ি গেলাম যেই
বলতো মায়ে হাত বুলিয়ে খাবার বুঝি নেই।
কেন মাগো খাইতো ঠিকই সময় মেনে রোজ
কে বলেছে খাইনি আমি কে দিয়েছে খোঁজ।
নারে খোকা সে কথা নয় কেউ বলেনি সেই
শরীর দেখে যাচ্ছে বোঝা ব্যাপার হলো এই।
তা বলো মা কাজের কথা কি সে তাহা কও
ভাল থেকো মা চিরকাল হাজার বছর রও।
বলিস্ কীরে,হাজার বছর?কেমন করে হয়
এমন আয়ূ মানব তরে খোদার কাম্য নয়।
ঠিক আছে মা সুস্থ থেকো বলো মূখ্য কাজ
তাড়া আছে ফিরতে হবে যেতে হবে আজ।
সে কি কথা,এই এসেই যাস কি যেতে ফের
ভারিস বুঝি এসেই বাড়ি করে নিছিস ঢের।
না না মাগো বলছি শুধু কি তা বলতে চাও
সে কথাটা অগ্রে মোরে শুনার সুযোগ দাও।
এসেই যখন যাবি চলে বলবো কি আর বল
গাছ পাকা আম কাঁঠাল খাবি জলদি২ চল।
খেতে বসে ঢালছে পাতে একের পর এক মা
খাচ্ছি যত দিচ্ছে তত, বলছি নাহ্ আর না।
মায়ের ডাকের কারণটাই গাছের পাকা ফল
সেই কথাটি স্মরণ করে ঝরছে চোখের জল।
অনাকাজে কাজের বাহনা মায়ের মধুর ডাক
জীবন চলার ভাঙা নদে আনমনে নেয় বাঁক।
মা ছাড়া এ জীবন নদের উতাল পাতাল ঝড়
উঠে যখন যায় বুঝা হায় কে আপন কে পর।