চার পয়সাতে একআনা আর
চার আনাতে সিকি
পৃথক পৃথক চিহ্নে লেখা
কেমন করে শিখি।


আষ্টআনা দুই সিকিতে
আধুলি যার নাম
সওদা মিলতো ঝুড়ি ভরা
ছিল অনেক দাম।


তিন সিকিতে বারো আনা
দ-এর পরে বিন্দু
ষোল আনা চার সিকিতে
এক টাকায় সিন্ধু।


এক আনা এক চায়ের কাপে
তুলতো মনে ঝড়
চা ছাড়া কি প্রাণ জুড়ে আর
হোকনা অনেক দর।
(/. ৵ ৶ ৷. ।/ ।৵ ।৶ ।।. ।।/ ।।৵ ।।৶ ৸. ৸/ ৸৵ ৸৶ ১৲)