কবে শেষ দেখাদেখি হয়েছিল, আজ আর মনেনেই
মনে করার টাইম নেই
ভাবনার ফুরসত নেই
পকেটে টাকা নেই
ঘরেতে খাবার নেই
আছে শুধু হার না মানা করোনা
আর গৃহবন্দী জীবনে অস্বস্তির খেয়ালীপনা।


পৃথিবী জাগবে আবার,জাগবো আমরা-
বাড়বে কোলাহল
চিত্ত হবে-ফের চঞ্চল
থামবে এই অসূচী দাবানল
মানুষেরা কেড়ে নেবে এই অসম যুদ্ধের ফলাফল।


সেদিন দূরে নয়, নয় বেশি দূরে
দেখা হবে, কথা হবে-
তোমাতে আমাতে
করোনামুক্ত এক আলোকজ্জ্বল প্রাতে।