মনুষ্য চরিত্রই এমন
সিঁড়ি ভাঙতে ভুল
ধাপ ভাঙা পায়ের ব্যথায় পাঁচতলা না ছয় তলা
দূর ! এ তো দেখি চারতলা
আরো ভাঙতে হবে সিঁড়ি
মন যদিও করে বাড়াবাড়ি
বাব্বা, আর পারিনা-


চলার শেষ নেই। তবুও খুঁজি শেষ
গন্তব্যে বিরতি
হাফ ছেড়ে বাঁচা ; শ্রান্তি-
কোমরে সুতো
কানে ফিসফিস
অন্তরজ্বালায় মরি অহর্নিশ।


মানুষ খুঁজি, মানুষ
কোথায় মানুষ ?
শিশু বালক যুবক পৌঢ। অতঃপর-লাশ,
কবরের সারি,চিতার ধোঁয়া।