চাঁদের দেশে বসত করে চন্দ্র সওদাগর
সপ্তডিঙায় স্বর্ণ মানিক সিপাহী লস্কর।
অগণিত তারার শোভায় আঁধার কালো চুপ
জোৎস্নাস্নানে সওদাগরের আহা সে কী রূপ !
শিউলী দিলে চাঁদের গায়ে স্নিগ্ধ ফুলের ঘ্রাণ
সতীন জ্বালায় আৎকে ওঠে চন্দ্র বুড়ীর প্রাণ।
সুবাস মেখে ঝিঁঝিঁ পোকা করলে প্রেমের হাট
প্রেম বিরহের জ্বালায় বুড়ী বলে বালাই ষাট।
সওদাগরের প্রেমে আমায় করছে জ্বালাতন
সুযোগ বুঝে পুচকে তোরা সাজাও বৃন্দাবন।
পর কখনো হয়না আপন সবাই স্বার্থপর
মুখ বাড়িয়ে মুচকি হাসে প্রভাত প্রভাকর।