বৃষ্টি আসে নদীর জলে বৃষ্টি খালে বিলে
আকাশ মেঘের ঘর্ষণে ভয় চিঁহিঁচিঁহিঁ চিলে।
বৃষ্টি নামে টিনের চালে বনবাঁদাড়ে সুরে
ছাতা মাতে পথচারি যায় ঐ দেখা যায় দূরে।


পিছলে পথে হোঁচড় খেয়ে উল্টে পথিক উঁহু
গা বাঁচিয়ে ঝোঁপে বসে ডাকে কোকিল কূঁহু।
প্লাবন স্রোতে নদীর পাড়ে গাছ গাছালির প্রাণে
ত্রাহি ত্রাহি ডাল পালাতে বিহ্বল স্রোতের টানে


ভিজছে পাখি বাসায় বসে আগলে ডানায় ছাও
বাইছে জোরে মাঝি মাল্লা, ঝড় তুফানে নাও।