তোমরা কি দেখো আমি যা দেখি?
শোনো আমি যা শুনি?
সন্ত্রস্ত, আমি যাতে সন্ত্রস্ত ?


ক্ষুদ্ধ সৈনিকের তাচ্ছিল্যভরা মুখমণ্ডলের দিকে তাকাও-
তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠা নারী আর ভ্য়ার্ত শিশুর আর্তনাদ-
রেকর্ড প্লেয়ারে রিপ্লের মতোন আমার মাথায় প্রতিধবনিত হয় ;
যেন আমার মস্তিষ্কে গুলির অশ্রু-
অতঃপর আরো অনেক অব্যক্ত বাক্যসমুহ ।


গুলির শব্দ জানায় আমাকে সতর্কবানী,
এই নিপীড়ন আমার বোনের সারাদিনের ক্রন্দন-
রাস্তার ধারে স্তুপীকৃত লাশের সারী আমার অদৃষ্ট ;
কে জানে, কাল আমি বেঁচে থাকবো ?
অথবা সূর্যোদয় দেখার জন্য বেঁচে থাকবো ।


ক্লান্ত বিধবস্ত সূর্য রাতে কিভাবে ঘুমায় বলতে পারো ?
অথবা প্রচণ্ড বেগে ছুটা ঝড় কখনো থামে না যেন-
তুমিতো সুহাস্য বদনে আগামীর আশায় সুখনিদ্রায় যাও ।


আমি জিজ্ঞাসা করি-ভ্রাতা, পিতৃব্য এবং যারা বেঁচে গেলে,
তোমরা কি দেখো আমি যা দেখি?
শোনো আমি যা শুনি?
সন্ত্রস্ত, আমি যাতে সন্ত্রস্ত ?