কাঁপছে ভয়ে বিশ্ব এখন যুদ্ধতে নয় মোটেও
নিচ্ছেনা ধন তৈমুর লং বা অন্য কেহ লুটেও।
পূর্ব থেকে পশ্চিমব্যাপী সবখানে তার দাপটে
মৃত্যু ছুটে দল বেঁধে তার ,পদে তৈরি হালটে।


অস্ত্রতে নয় বোমাতে নয় তবু প্রাণে আতঙ্ক
মানেনা সে রাজা প্রজা লক্ষিন্দরের পালঙ্ক।
চলছে ছুটে হাওয়ার ভরে ঢুকছে দেহে অলক্ষ্যে
বাঁধছে বাসা ফুসফুসে আর সুরক্ষিত হৃবক্ষে।


বাঁচার উপায় পন্থা খুঁজে বিশ্বে আজি ঘুম হারাম
নিচ্ছে কেড়ে জীবন থেকে শান্তি স্বস্তি আর আরাম।
কেন এমন হচ্ছে তাহা চিন্তা করে দেখবে যেই
কর্ম আচরণে মানুষ খুঁজে পাবে কারণ সেই।


ভয়ে ত্রাসে থাকুন যত ভাবার বিষয় একটাই
প্রাণ দেয়া আর নেয়ার মালিক সৃষ্টি মাঝে স্রষ্টাই।