ভালবাসা যেনো
বৃহৎ লিমিটেড কোম্পানির স্টক শেয়ার
আই পি ও আবেদনে বিস্তার
আস্তে আস্তে জমে উঠে প্রেমের ভাণ্ডার
মালামালের গুণাগুণ,বাজারের কাটতির উঠা-নামায়
দরপতন ইনডেক্স নিন্ম-উর্ধগামীতা শেষে
বছরান্তে মুনাফার ডিক্লারেশনে
ব্যর্থতার ডিবেঞ্চার অথবা রাইট শেয়ার।


স্থুল বুদ্ধিসম্পন্ন প্রেমিকের কিছু যায় আসেনা তাতে
পুরাতন ভাণ্ডার ভাঙিয়ে কিনে যায়
সুক্ষ্ণ বুদ্ধিমানরা আটকায়
ক্যাপিট্যালে ঘাটতি আসে
নবায়ন অপারগতায় বি পি ও একাউন্ট
ফরফিটেড হলে
বাউন্স হয়ে ফিরে আসে স্বাক্ষরিত চেকগুলো।


প্রেম কিনতে আসা ফড়িয়ারা কদাপি লোকসানে পড়ে
নতুবা সর্বদা তারা লাভবান
চুমন্তর-চুঁ বলে প্লাবন বইয়ে অগাধ জলে
ঠিক ধরে নেয় প্রেয়সির হাত
মৌসুমী ফলের মতো, কদিন পরেই হাওয়া
অপরিনামদর্শীদের জন্য পড়ে থাকে আন্দোলন,সংগ্রাম
আর বিড়ম্বনার পথ চলা…..