বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি,
অঝোরধারে বৃষ্টি পড়ে আজ সকালে -
পড়ছে আমার জুঁইয়ের ওপর, গোলাপ পাপড়িতে,
ঝাউয়ের চূড়ায়, পাতায় পাতায়, ডালে ডালে।
মেপল গাছের পাতায় পাতায় বৃষ্টি ঝরে,
গানের সুরে,
আজ সকালে!


আকাশে মেঘ, বাতাস কোমল,
ঘাস আনন্দে সবুজ,
পাখীরা আছে নীড়ে তাদের,
মানুষ তাদের নীড়ে,
বৃষ্টিভেজা সকাল বেলা,
মন কেমন করে।


বিশাল বিশাল বাড়ীগুলো কেমন নুয়ে আছে,
প্রকৃতির এই মোহিনী খেলার মাঝে।
একা বসে জানালাধারে,
মন কেমন করে।


কেন মনে হয় বসেই থাকি,
কি বা আমার কাজ,  
বৃষ্টি পড়ে ঝরো ঝরো, মনকে কাঁপায় থরো থরো,
নিরন্তর,
ভাবনাগুলো পাখা মেলে
উড়ে বেড়ায় আজ,
মন কেমন করে।


মনে হয় যে হারিয়ে যাই, কোন সে দূরের পানে,
ভেজা ভেজা দিনগুলো সব,
ভিড় করে আসে প্রাণে।
বাদলা দিনের স্মৃতিগুলো বড়োই আপন,
হারিয়ে যাওয়ার দিনগুলো বড়োই প্রিয়,
মন কেমন করে।
আজ সকালে!