আজ
ক্যালেন্ডারের তারিখ জানান দিচ্ছে
৫ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস
আমরা সবাই এই ভুবনে জন্ম নিয়েছি
মাতৃস্নেহ দিয়ে কোলের ঘেরাটোপে
আমাদের আগলে রেখেছে এই পরিবেশ
আমাদের চারপাশে প্রতিক্ষণ বিরাজমান
পরিবেশ সংসারের নানা সদস্যরা
আমাদের জীবনের বেচে থাকার মূলে
শ্বাসকর্ম তার জোগান এই পরিবেশে
উপস্থিত বায়ুপ্রবাহ যা উদ্ভিদ দ্বারা নিয়ন্ত্রিত
জীবনের অপর নাম যে জল
তার প্রধান জোগানস্থল এই পরিবেশ
আমাদের জীবনের আরও একটি
গুরুত্বপূর্ণ অধ্যায় হল আলো
যার সূচনা এই পরিবেশের সংসারে থাকা সূর্য দ্বারা
এই তিনটি মূল উপাদান আমাদের সকলকে
গন্ডির মধ্যে ঘিরে রেখেছে যত্ন দিয়ে
কিন্তু আধুনিক সমাজের আয়নাতে নিজেকে
সবার চোখে সম্মান দিতে
আমরা প্রতিনিয়ত ঘোরোতরো বিপদকে
আহ্বান জানাচ্ছি এই সুস্থ পরিবেশে
নিজেদের অত্যাধুনিক বসতি স্থাপনের জন্য
আমরা উদ্ভিদকূলের ধ্বংস  করছি নিজের হস্তে
গাড়ি নামক বড়লোকিপনা দেখাতে গিয়ে
বায়ুকে দুষনের মুখে এগিয়ে দিচ্ছি আমরা
কাজের জোগান বাড়াতে গিয়ে বায়ুর পাশাপাশি
জল কেও আমরা দূষন করে চলেছি সবসময়
এছারাও জীবনের ছবিটাকে রাঙাতে গিয়ে
শব্দের মাত্রাধিক অপব্যবহার করছি
তাই আজ সকালে পরিবেশের কিছু পোস্টার
হাতে নিয়ে রাস্তা ভিড় করে সাধু সাজার দরকার নেই
তার চেয়ে শ্রেয় এই দূষনের মূলে গিয়ে
আমাদের পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাচিয়ে রাখা