এই বিশ্বে নবজন্মপ্রাপ্ত
শিশুর কাছে একমাত্র কান্নাভোলানোর
সহজ উপায় হলাম আমি
আমার জন্ম বহুকাল আগে
তখন মাটি দিয়ে,কাঠ দিয়ে
অতি সুন্দর ভাবে গড়ে উঠতাম আমি
অধুনা নিত্যনতুন প্লাস্টিক পদার্থ, রবার জাতীয়
শিশুদের সুবিধাজনক ভাবে গড়ে উঠি আমি
শিশুরা কাঁদলে আমি তাদের মায়ের খাটনীটা
একটু কমিয়ে দিই আমার মায়া দিয়ে
তারপর একটু বড়ো হলে
খেলার সাথীদের নিয়ে
ঘরের উঠোনে-বারান্দায়
জায়গা করে নেয় আমায় নিয়ে খেলবে বলে
তাদের শিশুপবিত্র মন সবসময় আমাতে অন্তরধান
বাবা দাদুর কাছে বায়না ধরে আমায় পাবার জন্য
তবে আমার এত খুশির মাঝে
শুধু একটাই দুখের কোন
আমি ভেঙে দুটুকরো হয়ে গেলে
আমায় ছুরে ফেলে ওই ডাস্টবিনে
তবে কি ভগবান শুধুমাত্র খেলনা রুপ দিয়েছে
অন্যকে হাসিয়ে আমি হাসতে হাসতে
বিদায় নেব চিরতরে।।