আমাদের
এই রক্ত মাংসের
শরীরের মাঝে একটা
বাসা আছে ছোট্টো মত
পাখি যেমন তার মুখ,হাত, পায়ের
সাহায্যে দিনের পর দিন একটু একটু
করে ডাল-খড়-পাতা-কাঠি
জোগাড় করে ধীরে ধীরে তার
আশ্রয়ের বাসা গঠন করে
তেমনি আমাদের শরীরের ভিতরে
ছোট্টো একটা কোণে অবস্থান করছে
"বাসা" জন্ম থেকে আমরণ অবধি
সেই বাসার ভিতরের সজ্জাকে
আমাদের প্রত্যেকের নিজেকে
প্রস্তুত করে নিতে হয় একটু একটু করে
এই বাসায় ভালো,মন্দ,সত্য,মিথ্যা,হিংসা,
লজ্জা,ঘেন্না, প্রতিবাদ,মানবতাবাদ,অহংকার,
স্বার্থপরতা, লোভী,বেপরোয়া প্রভূত উপাদানের
সমাগম হয় জীবনের বিশাল পথে চলার মধ্যে
এই সব কিছুর উপরে "ভাল",সব কিছুকে মুখের
হাসি দিয়ে জয় করে নেওয়া
সবসময় মনকে প্রফুল্লিত রাখা
এটাই এই বাসার প্রধান নীতি
এই কথা মেনে চললে সবার মন, শরীর
ভালো থাকবে তার সাথে সবার আগে
"ত্যাগ"যা সংসারের সুখ বপনের
সুপ্ত বীজধন
মনের বাসা তাহলে সারা জীবন
সুখের আদোরে পরিপূর্ণ থাকবে।।