আধুনিক জীবনের
প্রতিটা আধুনিক দিন
আধুনিকত্বের পিছনে ছুটতে ছুটতে
ক্লান্ত এ জীবনের সংসার।
আয় করা রোজগারের প্রায়
সবটুকুই খরচ হয়ে যায়;
সংসারের সব দিক সামালাতে সামলাতে
গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিক বিল;
গাড়িতে পেট্রোলের খরচ থেকে
ঘর কে আধুনিকতার সরঞ্জামে
সাজাতে সাজাতে মানিব্যাগ ফাকা,
তার সাথে মাথায় এক গাদা টেনশন
মোবাইলের চারজ,গ্যাস বুক,এসি সার্ভিস বুকিং,
ইনভার্টর এর ব্যাটারিতে জল দেওয়া এই রকম
হাজার রকমারি চিন্তা মাথায় করে বাসা;
এই আধুনিকতার পরদা সরাতেই দেখা যায়
বাইরের মুক্ত পরিবেশের সেই পুরোনো রাজত্ব,
সত্যি, আজ যদি আমরা এই আধুনিকের পিছনে
লালসায় মাখা চোখ নিয়ে না ছুটতাম,
তাহলে সংসারে এত সমস্যা দেখা দিত না,
এটা ঠিক যে পুরোনো কিছু জিনিস আমাদের
পল্লীমাতার জন্য খারাপ তাই বলে তো
এই জীবনকে আধুনিক করার পাল্লায় পরে
নিজের হাতে দুষিত করছি প্রতিমুহূর্ত ধরে এই পরিবেশের
জীবনটাকে কিন্তু আমরা আসলে আধুনিকতার
ছোয়া দিয়ে নিজের বিলাসিতাকে প্রতিদিন প্রতিমুহূর্তে
বাড়িয়ে চলেছি আধুনিক হবার দোহাই দিয়ে।
তবু বাইরের পরিবেশ আজও সেই পুরোনো
হয়ে আছে শুধুমাত্র আমাদের জন্য আমাদের
নিরাপদ ও শান্তির আশ্রয় দিতে প্রতিমুহূর্তে।।