"মনের জানলা"
এ আবার হয় নাকি?
এই হোয়াটস এপের দুনিয়াতে;
মনের কথা শোনার আগেই
মোবাইলে মেসেজের টিংটিং এসে হাজির।
সর্বক্ষন কাজ-ফ্যাশন-স্টাইল-মোবাইল;
এই তো চলছে ২০১৬তে ভাই।
"মন" বলে কিছু আছে যে,
সেটাই জানা নেই কারও।
তাই ভালোবাসাটাও এখন
ওই ইকোপার্ক এ বোটং থেকে
শুরু করে ডমিনস এর পিজাতে ডুবে থাকে ;
মনের সাথে এই ভালবাসার কোনো সংযোগ নেই;
এই ভালবাসার অস্তিত্ব দুদিন।
এই সায়েন্সের দুনিয়াতে
মানব শরীরে একটা রক্ত-মাংসের পিন্ড আছে,
আর তাতে হৃদকম্প হয় বলে তা নাম পেয়েছে হৃদপিন্ড;
কিন্তু এই হৃদয়ের মাঝে যে মন বাস করে
বিজ্ঞানের পাতায় তা অপ্রমাণিত আজও।
তাই অনকের কাছে এই মন শুধু
আমাদের জীবনের দুর্বলতা মাত্র;
যা শুধু বলে কবিদের কলমের ডগাতেই আসে,
মানুষের মাথাতে নয়;
তবে এই মন ব্যতিরেকে মানুষ
যে সর্বক্ষণ মানুষ ছুটে বেড়াচ্ছে ;
তা সবই নিজের স্বার্থে নিজের উন্নতির জন্য;
কিন্তু যে মনের তাগিদে মনের সহমতে
কাজে লিপ্ত তারই মনের সংগে আলাপীয়তা হয়।
তাই এই আধুনিক যুগের মন আজ
খুব একাকী খুব নিরসহীন ;
সবাই প্লিস নিজেদের মনকে চেন;
জানো মন কি চায় মনের
ভুবনে ভেসে যাও তাহলেই
সেই অপার সুখের সন্ধান পাবে।।