চোখ বুজলে
সব আলো কালো
হয়ে যায় ;
চোখ খুললে
পূব আকাশের
সোনার আলোতে ভরে যায়;
ফসলের রাঙা সবুজ বর্ন
প্রকৃতির কোল আলো করে তোলে ;
ফুলের রঙীন বর্ন ভরিয়ে তোলে
বাগানের মলিন চিত্রপট কে ;
দীঘির জল আকাশের
নীল শোভাকে মাখিয়ে রেখেছে
শালুক পদ্মের মিষ্টি হাসিকে;
বালির হলুদ বর্ন ভরিয়ে
রাখে মরুভূমির একলাছবিটাকে ;
বেলুনের মিষ্টি মিষ্টি রঙ
আনন্দের সব হাসিগুলোকে
ভরে ঐ আকাশের মাঝে উড়ে বেড়ায়;
সব লাল রঙ ভালোবাসার নাম কে
ভরিয়ে দেয় গোলাপের তোড়াতে ;
ধোয়ার ধূসর রঙ জীবন কে
ভরিয়ে রাখে দূষিত করে;
স্বপ্নের দেখা ছবিগুলো
স্বপ্নের রঙ নিয়ে ভরে থাকে
সারারাত দুচোখের পাতায় ;
পড়ন্ত বিকেলের গোধুলির
মিষ্টি আলো জীবনের সব সাদা-কালো
রঙকে বসন্তের ফাগুনের
প্রেমের রঙে ভরিয়ে রাখে।।