আজ;
একটা মুহূর্ত;
একটা বাস্তব;
একটা অস্তিত্ব;
জীবনের একমাত্র
প্রমান আমাদের
প্রতিমুহূর্তের শ্বাস-প্রশ্বাস;
হঠাৎ যে দিন যে মুহুর্তে
এই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাবে
তৎক্ষণাৎ যবনিকা ঘটবে
এই রক্ত-মাংসে গড়া দেহটার।
পৃথিবী নামক বিরাট পরিবারের
আমরা জীবন নামক একটা
দান পেয়েছি যাতে বাঁচার
আনন্দ আছে,শিক্ষার জগত আছে,
প্রকৃতির শোভা আছে;
জীবনকে উপভোগ করার সাথে সাথে
আমরা এই পৃথিবীর দিনপঞ্জিকার
পাতার একটা একটা করে পাতা
টপকে টপকে এগিয়ে চলেছি;
এই চলার পথে নিত্য দিনের
কর্তব্য,হাসি,কান্না,অনুতাপ,অনুভব
জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে।
দিন ব্যতীত হয়ে চলেছে একটা গতিতে,
হঠাৎ যখন আমাদের এই শ্বাস-প্রশ্বাস থমকে যাবে;
তখন কিন্তু জগৎ সংসারের ঘানি চলতে থাকবে গতিরূদ্ধভাবে;
যখন আমরা ত্যাগ করব এই জীবনকে;
কিন্তু এই জীবনের কাটানো
স্মৃতিগুলোকি সত্যিই ত্যাগ করবে আমাদের?