শ্রাবনের
ভেজা গোঁধুলি
পশ্চিমাকাশে রাঙা
রঙের রংতুলি দিয়ে আলপনা
দিচ্ছে খুব যতন করে,
পথ-ঘাট সব ভেঁজা গন্ধে মোহোময়,
অন্ধকার নামছে প্রতিটি বাড়ির ছাদ জুঁড়ে,
গাছের পাতায় থেকে যাওয়া শেষ বৃষ্টিবিন্দু
ঝড়ে পড়ছে মাটির কোলে,
দূর আকাশে একদল পাখিরা আজকের মতো
অভিযান সমাপ্ত করে বাসার দিকে ফিরছে,
সূর্যের শেষ শিখা ছুঁইয়ে গেল বারান্দার গিরিলকে,
বিছানায় পড়ে থাকা বালিশটা
সারা দুপুরের আলসিটা ছেড়ে দিল সন্ধ্যা আসার লোভে,
রাস্তার ধারে থাকা আকাশছুঁয়ি লাইটগুলো
নিজের আলো জ্বেলে সারা শহরটাকে
কিনে নিল মুঠোর মধ্যে করে অহংকারী হয়ে,
আকাশের বিরাট বক্ষ মাঝের
এককোনে মেঘের আড়াল থেকে
চীর লাজুক চাঁদ উঁকি মারছে;
তার মায়াময়ী হাসি দিয়ে সব কিছুকে বশ করবে বলে,
সন্ধের এই ভেজা শহরটা
আরও গভীর হচ্ছে ধীরে ধীরে মনের মাঝারে।।