"সুন্দর" শব্দটা
মানুষের কথার দেশের
সর্বোত্তম স্তরে।
পৃথিবীর জন্মের কিছুকাল বাদে
যখন প্রাণীর লজ্জা বোধগম্য হল,
তখন থেকে অধুনা পরিব্যাপ্ত হয়েছে
এই সুন্দর শব্দের মহিমা।
আমাদের প্রতিদিনের জীবনে এই
সুন্দর শব্দটি ওতোপ্রতো ভাবে জড়িত;
সকাল সুন্দর রাতের পরে,
সূর্য সুন্দর পূব আকাশের কোলে,
পদ্ম সুন্দর দেবতার চরনে,
নীলাকাশ সুন্দর সাদা মেঘের আড়ালে,
দুপুর সুন্দর নিস্তব্দ পাড়াতে,
গোধুলি সুন্দর লজ্জার পানপাতাতে,
সঁন্ধ্যা সুন্দর আবছা আলোতে,
চাঁদ সুন্দর অন্ধকারের মাঝে,
গোলাপ সুন্দর খোপার ওই আদরে,
স্বপ্ন সুন্দর ঘুমের মাঝে,
শিশু সুন্দর মাতৃকোড়্রে,
গ্রীষ্ম সুন্দর আম-কাঠালে,
বর্ষা সুন্দর কদম-বেঁলে,
শরত সুন্দর কাশের বনে,
হেমন্ত সুন্দর শীতের আগমনে,
শীত সুন্দর ঝরা পাতাতে,
বসন্ত সুন্দর রাঙা পলাশে,
বন্ধুত্ব সুন্দর বন্ধু ভাবে,
ভালোবাসা সুন্দর পরস্পরের বিশ্বাসে,
তুমি সুন্দর আমাতে,
আমি সুন্দর তোমাতে,
পৃথিবী সুন্দর চোঁখের মনিতে,
দুঃখ সুন্দর কান্নাতে,
আনন্দ সুন্দর হাসিতে,
মৃত্যু সুন্দর জন্মতে,
ঠিক সুন্দর ভুলে,
সুন্দরী সুন্দর কুৎসিতে।।